এই বৃষ্টি ভেজা বাদল দিন
আসা করি সকলের ভালই লাগসে। বৈশাখীর আগমনি বার্তা মানেই নববর্ষের সাজ সাজ রুপ
চারিদিকে আর মাত্র এক দিন পরই আসসে বাঙ্গালির প্রানের উৎসব বাংলা নববর্ষ -১৪১৯ পুরানো সব
জীর্ণতা কে ভুলে গিয়ে মোরা পথ চলা শুরু করব নতুনভাবে।আপনাদের কাসে আজকে আমি যে
জিনিস টা শেয়ার করব সেটা হল আমার মত অনেকের প্রিও KMP
Media Player 3Dও এর ঝাকানাকা কিছু Skin যা অনেকের এ ভাল
লাগতে পারে। এবার আসি কাজের কথাই
প্রথমে আপনি KMP 3D version
download করবেন নিচে
এরপর নরমালি Instal করবেন দেকবেন চলে
এসে সে KMP 3D version আপনি যদি কোন মুভি অতবা গানকে 3D তে দেকতে চান
তাহলে KMP player এর নিচে বাম পাসে 3D
লেখা টি তে ক্লিক করুন দেকবেন আপনার চালানো গান
অতবা মুভি 3D তে Convert হয়ে গেসে
এবার আসি KMP এর skin নিয়ে KMP দিয়ে আপনি উপভগ
করতে পারেন অনবদ্য সব সুন্দর media
player এর স্বাদ যেমন Mac,Iphone4.Splash,Real player, VistaDream-Sea, Black_iTunes
সহ আরও অনেক কিছু Skin এর জন্য আপনাকে
কিছু KMP এর Skin download করবেন নিচের লিঙ্ক হতে
ডাওনলোড করা সবগুলো skin
কে একটা Folder
এ রেকে কপি করে আপনার পিসি এর C partition open করে program file a ঢুকে The
KMPlayer ফোল্ডার ওপেন করেন
দেকবেন Skins নামে একটা
ফোল্ডার এসে এটা ওপেন করবেন এখন কপি করা ফাইল টিকে Copy
and replace দেন আপনার ৯৯%
কাজ শেষ এখন KMP player ওপেন করুন এবং মাউসের Right Button click করে Skin এ Click করে যে কোন একটা skin
select করুন এবার উপভোগ করুন অন্যরকম এক KM Player.কিছু বুজতে না পারলেয় plz দয়া করে কমেন্ট করবেন। সকলে ভাল থাকবেন সবার বৈশাখ হয়ে
উঠুক অনেক আনন্দ ময় ।